বিবাহিত জীবনে সুখী হতে হলে ডেল কার্নেগির কিছু কতিপয় নীতি ও পরামর্শ
- নং নীতিঃ ঘ্যানর ঘ্যানর করবেন না।
- নং নীতিঃ সঙ্গী বা সঙ্গিনীকে অধিকার করতে চাইবেন না।
- নং নীতিঃ সমালোচনা করবেন না।
- নং নীতিঃ আন্তরিক প্রসংশা করুন।
- নং নীতিঃ ছোটখাট ব্যাপারেও মনযোগ দিন।
- নং নীতিঃ ভদ্রতা দেখান।
- নং নীতিঃ বিবাহ সম্পর্কে ভালো বই পড়ুন।
স্বামী বা স্ত্রীরা নিচের প্রশ্নগুলোর উত্তর নিজেরা দেওয়ার চেষ্টা করলে উপকৃত হবেন।
স্বামীদের জন্যেঃ
- মাঝে মাঝে স্ত্রীর জন্যে আপনি একগুচ্ছ ফুল নিয়ে আসেন? সেটা তার জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্য যেকোনো উপলক্ষ্যেই হোক?
- অন্যের সামনে কখনো স্ত্রীর সমালোচনা করেন না তো?
- বাড়ির খরচ ছাড়া তাকে ইচ্ছামত খরচ করার জন্য টাকাকড়ি দেন কি?
- তার মানসিক কোন অবস্থায় সহানুভূতি দেখান তো?
- আপনার অবসর সময়ের অর্ধেকটা স্ত্রীর সাথে কাটান কি?
- আপনার স্ত্রীর রান্নার সঙ্গে আপনার মা বা অন্য কারো রান্নার তুলনা করেন কী?
- স্ত্রীর বুদ্ধিবৃত্তি বই পড়া ইত্যাদিতে স্বাধীনতা দেন কি?
- ছোটখাট ব্যাপারেও তাঁর প্রশংসা করেন কি?
স্ত্রীদের জন্যেঃ
- আপনার স্বামীর কাজে পূর্ণ স্বাধীনতা দিন কি?
- আপনার গৃহকোণ আকর্ষণীয় করার জন্য চেষ্টা করেন কি?
- স্বামীর পছন্দসই আহার্য তৈরিতে চেষ্টা করেন কি?
- স্বামীর ব্যবসা বা কাজে সহায়তা করেন কি?
- আপনি অর্থকরী ব্যাপারে সহজভাবে মেনে নেন?
- আপনি কি আপনার শাশুড়ি ও স্বামীর অন্যান্য আত্মীয়দের সঙ্গে মানিয়ে চলেন?
- আপনি কি স্বামীর পছন্দসই পোশাক পরায় অভ্যস্ত?
- দৈনন্দিন খবর ধারণা ইত্যাদি সম্বন্ধে আপনি কি ওয়াকিবহাল থেকে স্বামীকে আনন্দ দান করেন?
0 মন্তব্যসমূহ