মোহাম্মদ তমাল হোসেনের অসাধারণ কিছু কবিতা পড়ুন, আশাকরি ভালো লাগবে।

ছবি: মোহাম্মদ তমাল হোসেন


আসসালামু আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা? 
আশাকরি ভালো আছেন।  আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ কিছু কবিতা। 
কবিতাগুলো লিখেছেন, মোহাম্মদ তমাল হোসেন।
চলুন তাহলে কবিতাগুলি একবার পড়ে নিই।


বাঁধা আসবে জীবনে
মোহাম্মদ তমাল হোসেন

চলতে পথে অনেক বাঁধা
আসবে এ জিবনে
তাই বলে কি দুঃখ করে
শান্তি পাবে মনে?

ভালো-মন্দ সমালোচনা
করবে অনেক জনে
তাই বলে তুমি দুর্বলতা
আনবে না কো  মনে।

যে তোমাকে তাড়িয়ে দেবে
অবহেলার ছলে
তাকে তুমি আপন করে
নেবে কোলে তুলে।

তোমায় দেখে যদি কারো
গায়ে আগুন জ্বলে
জল ঢেলে তুমি তার গায়েতে
দেবে পরশ ফেলে।

আত্নীয়-স্বজন, বন্ধু যখন
যাবে তোমায় ভুলে
তাদের তরে হৃদয়টা কে
দেবে তুমি মেলে।

তোমায় যদি কটু কথা
কখনো কেউ বলে
তোমার ক্ষমার দোয়ার টাকে
দিও তারে খুলে।


"অতীতের স্মৃতি"
মোহাম্মদ তমাল হোসেন

অতীত আমায় ভাবায় ভীষণ
দুঃখ-সুখের আলপনা,
ফেলে আসা সোনালী অতীত
কখনো আমি ভুলবো না।

অতীত দিনের কত কথা
আছে গাঁথা মোর অন্তরে
অতীত আমায় শিক্ষা দিলো
এগিয়ে যাওয়ার মন্ত্ররে।

অতীত দিনের নৌকা চড়া
ঝিলে-বিলে মাছ ধরা!
শাপলা,শালুক,পদ্ম কুড়ানো
স্মৃতির পাতায় সব মুড়ানো।

অতীত ভেবে দুঃখ করা
মোঠেও ঠিক নয়
অতীতটা কে সামনে রেখে
বিশ্ব করবো জয়।


বাম পাজরের হাড়
মোহাম্মদ তমাল হোসেন

আমার শহরে আমি তোমাকেই খুঁজি
হে আমার বাম পাজরের হাড়
আমি আর কবে দেখা পাবো তোমার?

আসলে তুমি আমার এই শহরে
নতুন গাড়ির নতুন বহড়ে
আমি তবে পাপ সমুদ্র হতে
কিছুটা মুক্তি পাবো!

তুমি কি আমার কথায় হাসছো?
না কি তুমি দিনে রাতে
আমার কথাই ভাবছো?

দাও দাও দাও তুমি আমার
এ প্রশ্নের উত্তর
কথা দাও তুমি আসবে কবে
আমার এই শহর।

তুমি আসলে আমার শহর হবে পরিচ্ছন্ন
কতো কিছু আছে সাজানো
শুধু তোমার জন্য।

মহান রবের অশেষ কৃপায়
যদি থাকি ধরনীতে
ইনশাআল্লাহ্‌! একদিন দেখা হবেই 
তোমার সাথে।


বর্ষা এলো
মোহাম্মদ তমাল হোসেন

রিমঝিম বৃষ্টি বর্ষার দিনে
প্রকৃতির মাঝে এক সজীবতা আনে

জেলে ভাই ধরে মাছ
বর্ষার পানিতে
কোণো ব্যাঙ এসে বসে
ঘরের ঐ কোণেতে

মাঝি ভাই তুলে পাল
টানে তার নৌকা
বাদলা হাওয়া এসে তার
গায়ে দেয় ধমকা

শাপলা,শালুক,পদ্মের
অপরূপ দৃশ্য
হাওরের মাঝে যেন
নতুন এক বিশ্ব

বৃষ্টির পানি পরে
গাছপালা নড়েবড়ে
টপটপ গাছের ঐ
কালো কালো জাম পরে

চারিদিক থৈ থৈ
বর্ষার পানিতে
বর্ষা এলো বর্ষা এলো
সজীবতা আনিতে।


আমাদের নিয়মিত বিভিন্ন ধরনের জানা অজানা বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।

আমাদের সাথে বন্ধুত্ব করতে চলে আসুন Noor Vlog এর ফেসবুক পেইজে।
Facebook Link: Noor Vlog

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Halima Akter বলেছেন…
কবিতা গুলো সত্যিই অসাধারণ।